ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। বুধবার(২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলামকে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। পাশাপাশি নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার হিসেবে প্রদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয় জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছিল।
