টাঙ্গাইল প্রতিনিধিঃ
দলীয় মনোনয়নেকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে কতিপয় মনোনয়ন বঞ্চিতদের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে তার নিজ বাসভবনে এক সংবাদ সন্মেলনের আয়োজন করে।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির মধ্যে দিয়ে আমার রাজনীতি শুরু। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করি এবং ছাত্রদলের রাজনীতিতে অংশগ্রহন করে ছাত্রদল কে সু-প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবন বাজি রেখে নিজেকে সম্পৃক্ত রেখেছি।
তারই ফলশ্রুতিতে ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে ছাত্রদল মনোনীত প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল শাখায় ক্রীড়া সম্পাদক মনোনয়ন প্রদান করলে আমি বিপুল ভোটে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হই। পরে এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবদল, মহানগর বিএনপি, জেলা বিএনপি ও উপজেলা বিএনপি’র বিভিন্ন দায়িত্ব পালন করেছি। এছাড়াও ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার CSF হিসেবে দায়িত্ব পালন করি।
আমাদের এই আসনের অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলো। কিন্তু আমার সুদীর্ঘ ৪২ বছরের দলীয় কার্যকলাপ, দলের প্রতি আনুগত্য ও জণগণের ভালোবাসা, এবং দলের যাচাই-বাছাইয়ে আমাকে ধানের শীষ প্রতীক প্রদান করায় কতিপয় মনোনয়ন বঞ্চিতরা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে। যা দলের ভাবমূর্তি নষ্ট করে এবং ভোটার সাধারণের মাঝে বিরূপ প্রতীক্রিয়া ফেলে। আমি এসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দল আমাকে মনোনীত করার আগে থেকেই আমি জনবান্ধন।
দলের ৩১ দফা সম্বলিত লিফলেট নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ৩১ দফা’র বিষয়বস্তু তাদের মাঝে তুলে ধরেছি। দলীয় মনোনয়ন ঘোষণার পর আমাকে/ দলীয় প্রার্থীকে শুভেচ্ছা জানাতে, বিভিন্ন স্তরের নাগরপুর এবং দেলদুয়ারের বিএনপি সহ সকল সহযোগী সংগঠন নেতাকর্মী, সাবেক এবং বর্তমান ইউপি সদস্য সহ সাধারন মানুষের ঢল নেমেছে। আমি, সাংবাদিক ভাইদের মাধ্যমে এ হীন প্রচেষ্টায় লিপ্তদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা দেশ ও দলকে ভালোবাসেন, অবিলম্বে এসব অপপ্রচার বন্ধ করে জনগণকে বিভ্রান্ত না করে দলের সাথে কাজ করুন।
আসুন আমরা সবাই মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠন করি এবং দলকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে সকলে অংশীদার হই। আমি দলকে ভালোবাসী তাই অপপ্রচারকরীদের বিরুদ্ধে দলের কাছে লিখিত অভিযোগ করিনি তবে মৌখিক ভাবে জানিয়েছি।
কারন আমি চাই তারা তাদের ভুল সংশোধন করে দলীয় শৃংখলায় রাজনীতি করুন এবং দল থেকে বহিষ্কার না হউক। এসময় নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সহ-সভাপতি তোফায়েল আহমেদ বাছেদ, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা সহ নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
