দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় ইটখলা ও মোবারকপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা চলতে থাকে।

এ ঘটনায় দুই গ্রামের বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ইটখলা চকপাড়ার বাসিন্দা রবিউল-এর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ দুই দফা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা না কমায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে। একপর্যায়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে নামেন। তাদের তৎপরতায় রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আটপাড়ার ইউএনও মো. শাহনূর রহমান অতিমাত্রায় উত্তেজনা যেন আবার ছড়িয়ে না পড়ে সেজন্য ইউএনও মো শাহনূর রহমান সকলকে শান্ত থাকার আহব্বান জানিয়ে বলেন, “গুজব বা অযথা উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকুন। প্রশাসন পরিস্থিতির ওপর সম্পূর্ণ নজর রাখছে।”

এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি টহল অব্যাহত এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version