নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ শুরু হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”- প্রতিপাদ্য সামনে রেখে আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম, কেন্দুয়া উপজেলা জামায়েতে ইসলামের আমীর সাদেকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খোকনসহ সর্বস্তরের মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া প্রাণিসম্পদ সপ্তাহে রয়েছে র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী। আগামী কয়েক দিনে ভ্যাকসিনেশন ক্যাম্প, কৃমিনাশক বিতরণ, ভ্রাম্যমাণ প্রচারণা, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা, স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তরুণ ও নারী উদ্যোক্তাদের নিয়ে প্রাণিসম্পদ উন্নয়নে মতবিনিময়সভা এবং আগামি ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহের কার্যক্রম শেষ হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, ‘খামারিদের নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। জনগণের অংশগ্রহণ আশাব্যঞ্জক।’
