টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু’র বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়কে ইস্যু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়ানো হয়। বিষয়টি নাগরপুর হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হয়। পরে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। আজ সোমবার সন্ধ্যা ৬টায়, নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দিরে এক জরুরি প্রেস ব্রফিং এর আয়োজন করে হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দ।
ব্রিফিং এ নেতৃবৃন্দ রবিউল আওয়াল লাভলু জড়িয়ে গুজব রটানোর বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এর তিব্র প্রতিবাদ করে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। গুজবের তিব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা নাগরপুরে হিন্দু সম্প্রদায় জানায়, তাদের নিরাপত্তার কোন ঘাটতি নেই এবং বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু ও তার কর্মী সমর্থক দ্বারা কোন প্রকার হয়রানির সম্মুখীন হয়নি এবং হয়রানি হওয়ারও সম্ভবনা নেই।
কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক রমেন্দ্র নারায়ন শীল বলেন, রবিউল আওয়াল লাভলু বিএনপি’র মনোনয়ন পাওয়ায় আমরা হিন্দু মুসলিম উভয়ই সম্প্রদায় সন্তুষ্ট এবং স্বস্তিতে রয়েছি। এসব মিথ্যা গুজবে কান না দেয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি তিনি আহবান জানান।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক রামেন্দ্রসুন্দর বোস, কোষাধাক্ষ অরুন কুমার সাহা, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শিব শংকর সূত্রধর, সদস্য সচিব জোটন কুমার সাহা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের লোকজন।
