টাঙ্গাইল প্রতিনিধিঃ
সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কৃষকের চাহিদা অনুযায়ী স্যার সরবরাহের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মাইকিং, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি নাগরপুর উপজেলা শাখা। “কৃষক বাঁচলে বাজবে দেশ” এই স্লোগান নিয়ে ২৪ নভেম্বর সোমবার সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মাইকিং শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এক মানববন্ধন করেছে কৃষিগণ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অভিযোগ করে বলেন, উপজেলার বিভিন্ন জায়গায় সরকার নির্ধারিত মূল্যে সাধারণত সার পাওয়া যায় না। যদিও কিছু ডিলার সরকার নির্ধারিত মূল্য সার বিক্রি করেন তবে সারের সাথে নানা রকম অযাচিত পণ্য অতি নিম্নমানের বীজ কীটনাশক ক্রয়ে কৃষকে বাধ্য করা হয়।
বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ সহ উপজেলা প্রশাসন, কৃষি অফিসারের কাছে কৃষিকগণ দাবি জানায় সরকার নির্ধারিত মূল্যে কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ অব্যাহত রাখা হোক। সারের অতিরিক্ত মূল্য ও সারের সাথে অযাচিত পণ্য বিক্রি বন্ধ করা হোক।