ইবি প্রতিনিধি:
গাইবান্ধা জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপী
গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নবীনদের অনুভুতি প্রকাশ ও ফুটবল, বেলুন খেলা এবং র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এছাড়া ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সংগঠনটির সহ-সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম হক্কানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনটির প্রচার সম্পাদক শাকিব আল হাসান।
অধ্যাপক ড. মাকসুদা আক্তার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, “তোমাদের সময়টাকে সঠিক কাজে লাগাবে। এখন বেশিরভাগ স্টুডেন্ট ফেসবুকে, ইন্টারনেটে আসক্ত, ক্লাস ভালো লাগে না, এটা করা যাবে না। ক্লাসে মনোযোগী হতে হবে, নিষ্ঠার সাথে সময়কে কাজে লাগাতে হবে, সময়কে যখন কাজে লাগাবে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। । সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল ।”
অধ্যাপক ড. আব্দুস সামাদ নবীনদের উদ্দেশ্য বলেন, “তোমরা এখানে পড়াশোনা করতে এসেছ। সেটা ঠিক ভাবে চালিয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য কো-কারিকুলার অ্যাকটিভিটিস আছে সেগুলোতে অংশ গ্রহন করবে। যত কিছুই কর না কেন সময়ের সৎ ব্যবহার করতে হবে। একজন সৎ মানুষ হতে হবে। পড়াশোনাসহ ভালো কাজ গুলো সঠিক নিয়তে করলে সেটা ইবাদত হিসেবে গণ্য হয়। তোমরা দৈনিক রুটিন তৈরি করে নিজের জীবন পরিচালনা করবে। একে অপরের সহযোগিতা করে চলবে।”
অনুষ্ঠানে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন নিসা।
