রংপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী জব ফেয়ারে সব চেয়ে বেশি আলোচিত ও প্রশংসিত হয়েছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড। ইউরোপ-আমেরিকার ব্র্যান্ডগুলোর জন্য প্রতি বছর লাখ লাখ জোড়া জুতা রপ্তানিকারী এই প্রতিষ্ঠানটি ফেয়ারে অংশ নিয়ে শিক্ষার্থীদের মাঝে যোগ্যতার ভিত্তিতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের ঘোষণা দিয়েছে। বর্তমানে বিএইউএসটির প্রাক্তন বেশকিছু শিক্ষার্থী ব্লিং লেদারের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অনেকেই ম্যানেজমেন্ট ট্রেইনি থেকে শুরু করে এখন সিনিয়র পদে কর্মরত।
চাকরি মেলা শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। তিনি জানান, “ব্লিং লেদারের মতো রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ শিক্ষার্থীদের জন্য স্বপ্নের দুয়ার খুলে দিচ্ছে। তারা যেভাবে আমাদের গ্র্যাজুয়েটদের নিয়োগ দিয়ে সফলতার উদাহরণ তৈরি করেছে, তা সত্যিই প্রশংসার।” ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার খালিদ আহসান বলেন, “আমরা বিএইউএসটির শিক্ষার্থীদের মেধা ও দক্ষতায় মুগ্ধ।
ভবিষ্যতেও প্রতি বছর নতুন ব্যাচ থেকে ইন্টার্ন ও ফ্রেশ গ্র্যাজুয়েট নিয়োগের পরিকল্পনা রয়েছে।” উক্ত চাকরি মেলায় ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের আরও উপস্থিত ছিলেন জৈষ্ঠ্য ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মোঃ আব্দুল্লাহ আল ফারুক সরকার, ব্যবস্থাপক, (আইই এন্ড সাপ্লাইচেইন) আতিকুর রহমান, উপব্যবস্থাপক (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স) নার্গিস আক্তার শিলা, সিনিয়র এক্সিকিউটিভ (মার্চেন্ডাইজিং) ফারজানা কবির শাম্মী প্রমুখ ।
ফেয়ারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, ব্লিং লেদারের স্টলে সবচেয়ে বেশি ভিড় ছিল এবং প্রতিষ্ঠানটির প্রফেশনাল উপস্থাপনা ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তাদের আকৃষ্ট করেছে। উল্লেখ্য, ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড একটি বাংলাদেশের ১০০% রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় ঢাকার বারিধারায় এবং মূল কারখানাটি রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ঘনিরামপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি স্পোর্টস শু, জুতা এবং অন্যান্য চামড়াজাত পণ্যের ফুটওয়্যার উৎপাদন করে, যা আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করা হয়।
