সিলেট প্রতিনিধি:
সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতির কারণে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী অঞ্চলে সব গ্যাস কূপের ড্রিলিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে পেট্রোবাংলা। রোববার পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। বাপেক্স জানায়, গত দুই দিনে চারটি ভূমিকম্প নরসিংদী জেলাজুড়ে ভূপৃষ্ঠের প্লাটিলেটকে অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় ফেলেছে।
এই সময়ে সামান্য ভূকম্পনও ভূমিকে আরও দুর্বল করে তুলতে পারে। এ কারণে পেট্রোবাংলা পরিচালিত সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের যেসব গ্যাস কূপে ড্রিলিং চলছে, সেগুলোর কাজ ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নরসিংদী জেলায় সব ধরনের ড্রিলিং কার্যক্রম একই সময়ের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করার সুপারিশ করা হয়েছে।
এর আগে শনিবার সকালে সাভারের বাইপাইলে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর পলাশে। সন্ধ্যায় আবার পরপর দুটি কম্পন হয়-প্রথমটি ৩.৭ ও দ্বিতীয়টি ৪.৩ মাত্রার। দ্বিতীয়টির কেন্দ্র ছিল ঢাকার বাড্ডা এলাকা। গত শুক্রবার সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। বড় ভূমিকম্পের পরে ছোট ছোট আফটারশক হওয়া স্বাভাবিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
