রুহুল আমিন গাজীপুর জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী শাকিল আহমেদের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া থেকে ২১ নভেম্বর (শুক্রবার) বিকেলে শোভাযাত্রাটি শুরু হয়ে শ্রীপুর সহ পুরো সংসদীয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় কয়েকশ মোটরসাইকেল অংশ নিলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ। তিনি বলেন, গাজীপুর-৩ আসনের জনগণ পরিবর্তন চান।
আমরাও জনগণের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছি। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন, গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মমিন আকন্দ, গাজীপুর জেলা গণ অধিকার পরিষদের সদস্য শাহিন রেজা, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাব্বি খান, গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মেহেদী হাসান মাইজুল।
এ ছাড়াও জেলা ও মহানগর ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদসহ বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।
