গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় মহেষপুর নামক এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালিয়ে ২ কেজি গাঁজাসহ দু’জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)গাইবান্ধা। বুধবার (১৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।
এ সময় দুই নারীর শরীরে লুকানো অবস্থায় মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো বোরকার ভেতরে পেটের ওপর পেঁচিয়ে গোপনে বহন করা হচ্ছিল বলে জানায় ডিএনসি। গ্রেফতার দুই মাদক কারবারি নারী হলেন, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী হোসনেআরা (৩২), ও আমিনুল হকের স্ত্রী মোছা.আসমা আক্তার (২৭), তাদের দুজনের বাড়ি একই এলাকায়।
ডিএনসি ইনস্পেক্টর মো.মোস্তফা জামান পলাশবাড়ী থানায় বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানানো হয়। তিনি বলেন এই ধরনের অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।
