নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রামের বাসিন্দা এবং ইনছান আলীর ছেলে।
শুক্রবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কেন্দুয়া থানার এএসআই আলমগীর হোসেন অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন বলে পুলিশ জানিয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “তার নামে আদালতে জারি থাকা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
