নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধান কাটার মেশিনের নিচে পড়ে মো. হোসাইন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত হোসাইন একই গ্রামের বুলবুল মিয়া ও নাজমা আক্তারের ছেলে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. মিজানুর রহমান। এরআগে গতকার বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গারাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মো. জাহাঙ্গীরের ধানি জমিতে ধান কাটা চলছিল। মেশিনটি ঘোরার সময় হঠাৎ ব্রেক করলে পাশে থাকা শিশু হোসাইন মেশিনের নিচে পড়ে যায়। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় মেশিনটি চালাচ্ছিলেন চালক মো. মিজান।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
