ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। সোমবার সকালে ভালুকার বাসস্ট্যান্ড এলাকার মেগারমাঠ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।
অবস্থান কর্মসূচি শেষে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মেগারমাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় মেগারমাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় আলহাজ্ব হাতেম খান বলেন, “ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডাকা সকল কর্মসূচিকে প্রতিহত করতে তারা সর্বদা সজাগ রয়েছেন।
ভালুকায় যাতে আওয়ামী দোসররা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিক বিবেচনা করে তারা রাজপথে থাকার আশ্বাস দিয়েছেন।” কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফকির ও জহির রায়হান, পৌর বিএনপির সদস্য আমানউল্লাহ তাজন, আমিনুল ইসলাম পাপ্পু, শেফালী আক্তার, যুবদল নেতা খান সোহাগ, রুহুল আমীন, আতিকসহ অন্যান্য নেতাকর্মীরা।
