নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার ডাকবাংলো রোড এলাকায় ড্রাগ লাইসেন্স ব্যতীত ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ মজুদ–বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে চারটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি ) নাঈম উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত ওই মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩–এর বিভিন্ন ধারায় চার প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
ফার্মেসিগুলোর বিরুদ্ধে বৈধ ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা। মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়।প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এমন অপরাধের প্রমাণ পাওয়ায় জরিমানা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে জানা গেছে।
