ঝালকাঠিতে দুর্নীতি রোধে তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও প্রয়োগ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঝালকাঠি সরকারি কলেজের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ আরটিআই ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠানটি আয়োজন করেন।
সনাক সভাপতি সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে ওরিয়েন্টেশনের স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইন-২০০৯, বাস্তবায়ন ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী ৬৩ জন প্রশিক্ষনার্থী হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শিখেন এবং তারা টিআইবির ইয়েস গ্রুপের সহযোগিতায় বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে আবেদন করেন। প্রশিক্ষনার্থীদের মাঝে তথ্য অধিকার আইন-২০০৯ এর লিফলেট ও তথ্য প্রাপ্তির আবেদন ফরম বিনামূল্যে বিতরণ করেন ইয়েস গ্রুপের সদস্যরা। পাশাপাশি প্রশিক্ষনার্থীদেরকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত। এছাড়া প্রশিক্ষনার্থীরা তথ্য অধিকার আইন-২০০৯, বাস্তবায়ন ও প্রয়োগ এবং দুর্নীতি সংক্রান্ত বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে বই উপহার দেয়া হয়। পাশাপাশি সকল শিক্ষার্থীদের সৌজন্য উপহার হিসেবে প্রত্যেককে ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ লেখা সম্বলিত রিস্ট ব্যান্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।