নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা বাজারে তরকা (FMD) রোগ প্রতিরোধে ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি গন্ডা ইউনিয়ন শাখার আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পেইনে বিভিন্ন প্রজাতির গবাদিপশুকে বিনামূল্যে তরকা রোগের টিকা প্রদান করা হয়। খামারি, পশুপালক ও স্থানীয় মানুষের অংশগ্রহণে গন্ডা বাজার এলাকায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি, গন্ডা ইউনিয়ন শাখার ২০ সদস্যের নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, গন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ, বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রিটন, গন্ডা ইউনিয়নের সাধারণ সম্পাদক বিএনপি রেজাউল আলম রনি, একই ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, গন্ডা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সুজন মিয়া।
গন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম কল্যাণ বলেন, প্রান্তিক পর্যায়ের খামারিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া জরুরি। দক্ষতা বাড়লে পশুর রোগব্যাধি কমবে এবং উৎপাদন বাড়বে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান বলেন, “লোকবল সংকটের কারণে উপজেলায় সর্বত্র সমান সেবা দেওয়া কঠিন। তবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। সর্বোচ্চ চেষ্টা নিয়ে মাঠে কাজ করছি।
স্থানীয় পশুপালকগণ নিয়মিত ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন এবং খামারিদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বৃদ্ধির দাবি জানান।
কর্মসূচির আয়োজকরা জানান, তরকা রোগ অত্যন্ত সংক্রামক। নিয়মিত টিকা প্রদান ও সচেতনতার মাধ্যমেই এই রোগ প্রতিরোধ সম্ভব। ভবিষ্যতে আরও সেবা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও তারা জানান।


