সুনামগঞ্জ প্রতিনিধি:
তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস সুনামগঞ্জ এর আয়োজনে ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য মমন্ত্রনালয় এর সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১০.৩০টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এছাড়াও বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর অ্যাড মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা মৎস্য কর্মকর্তা ড: আল মিনান নূর, মাদকদ্রব্য উপপরিচালক আবুল হোসেন, সুনামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, খলিল রহমান, আমিনুল হক, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান রোকশানা পারভীন, জাতীয় যুব শক্তির জেলা আহবায়ক উসমান গনি, যুব রেডক্রিসেন্টের সেচ্ছাসেবক ছালেহ আহমদ ভূইয়া, কলেজ শিক্ষার্থী মজিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে তরুণদের সজাগ সচেতন হতে হবে।
মাদকের বিরুদ্ধে তরুণদের রুখে দাড়াতে হবে। তরুণদের স্বনির্ভর হওয়ার জন্য উদ্বোদ্ব হতে হবে। পাশাপাশি পরিবেশকে সুন্দর রাখতে হবে। সুখী, সমৃদ্ধ দেশ গড়তে তরুণরাই ভূমিকা রাখবে।
