দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্ট: সিলেট জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে রবিবার সিলেট বিচার বিভাগের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিলো ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গি হামলায় নিহত বিচারক জগন্নাথ পাড়েঁ ও শহিদ সোহেল আহম্মেদ এবং ১৩ নভেম্বর ২০২৫ তারিখে ছুরিকাঘাতে নিহত রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পুত্র তাওসিফ রহমান সুমন-এর আত্মার মাগফেরাত কামনা।

ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ সভার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য প্রদান করেন- সিলেট শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আরা, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভূঞা অন্যান্য বিচারকবৃন্দ।

সভায় আলোচিত বিষয়সমূহ- নিহত বিচারকদের প্রতি শ্রদ্ধা ও প্রার্থনা। বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা প্রদানের জোর দাবি। বিচারিক কার্যক্রমে নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করা। স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন যে, বিচারকদের নিরাপত্তা যথাযথ না থাকলে তাদের ওপর বিভিন্ন ধরনের হুমকি ও ঝুঁকি থাকতে পারে। তাই, বিচার বিভাগের সকল কর্মকাণ্ড নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নিরাপদ পরিবেশ ও নিরাপত্তা প্রদান অপরিহার্য।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version