ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলার কৃতি সন্তান।
রবিবার (১৬ নভেম্বর) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে মাগুরার আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এ কর্মসূচি আয়োজন করে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী ব্লাড গ্রুপ টেস্ট করেছে এবং স্বেচ্ছায় রক্তদান করেছেন ২০ জন শিক্ষার্থী।
ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের সভাপতি ওবায়দুর রহমান আনাস বলেন, “রক্তদান একটি উত্তম ইবাদত, আর প্রশান্তির একটি কাজ।কেননা যখন দেখি যে আমার দেওয়া রক্ত আরেকজনের হৃদস্পন্দনের কারন তখন নিজের ভেতরেই অন্য রকম ভালো লাগা কাজ করে।সেই প্রেক্ষিতেই গতবছর ২০ নভেম্বর জুলাই শহীদদের স্মরণে এই প্রোগ্রামের আয়োজন করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবার ময়মনসিংহের কৃতি সন্তান ও ইবি শিক্ষার্থী ও আমাদের ছোট বোন সুমাইয়া শারমিন শান্তার স্মরণে আজ ১৬ নভেম্বর এই প্রোগ্রামটির আয়োজন করেছি এবং এটির ধারাবাহিকতা প্রতিবছর থেকে যাবে।”
আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিসেন্ট প্রোগ্রাম অর্গানাইজার প্রধান আল আমিন মোল্লা বলেন, “সংগৃহীত ব্লাডগুলো ফ্রিতে থ্যালাসেমিয়া এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত শিশুদের দান করা হবে।”
উল্লেখ্য, গত ২১ জুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারই প্রয়াত স্মরণে আজ এ কর্মসূচি পালন করে ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
