সিলেট জেলার খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাদিমনগর চা বাগান এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৩৫ একর সরকারি জমি উদ্ধার করা হয় এবং ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এর আগে শুক্রবার সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম চা বাগান এলাকা পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনা অনুযায়ী শনিবারের এ অভিযান বাস্তবায়ন করা হয়। অভিযান পরিচালনা করেন সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আলীম উল্লাহ খান এবং সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ। পুরো অভিযানে সহায়তা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ আনসার। অভিযান চলাকালে অবৈধভাবে সরকারি জমি দখল, রেজিস্ট্রেশনবিহীন দলিল তৈরি এবং চা শ্রমিকদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মোসাদ্দেক হোসেন কোরেশী, শাহজাহান ওমর।
তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এবং ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া অন্যান্য জড়িতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি ক্রয়ের ক্ষেত্রে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান, মালিকানা ধারাবাহিকতা এবং রেজিস্ট্রেশন যাচাই করা জরুরি।
দখল সূত্রে বা রেজিস্ট্রেশনবিহীন কাগজে জমি ক্রয় করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়া চা বাগানের জমি শুধুমাত্র চা চাষের জন্য ইজারা দেওয়া হয়-এই জমি বিক্রি বা দখলের কোনো আইনগত সুযোগ নেই। জনগণকে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযানে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখা হবে।


