নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯:২০ ঘটিকায় নেত্রকোনা ব্যাটালিয়নে’র আওতাধীন মাধুপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি’র অধীনস্থ টহল দলটি ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৭/৩-এস হতে প্রায় তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাস্টার ব্রিজ নামক এলাকায় তল্লাশি চালায়।
তল্লাশিকালে বিজিবি’র সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ২১ বোতল ‘আইকনিক হোয়াইট’ ও ২৪ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদ। জব্দকৃত এসব বিদেশি মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।


