আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়৷ এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি পরিবার আটপাড়া উপজেলার আহবায়ক খায়রুল কবীর তালুকদার, সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মরহুম নুরুল আমিন তালুকদারের পুত্র রায়হান আমিন রনি কেন্দুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র দেলোয়ার হোসেন দুলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক ডিজেডএম হাসান বিন শফিক সোহাগ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম.জি মাসুম রাসেল, রোটারিয়ান নাজৃুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আটপাড়া উপজেলা বিএনপি পরিবারের আহবায়ক খায়রুল কবীর তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোতাহার হোসেন খান মোতালিব, মেজর অবসর প্রাপ্ত আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল, রায়হান আমিন রনি বলেন আমরা ঐক্য চাই, আমরা ঐক্যবদ্ধ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল বলেন : আমরা ঐক্যবদ্ধভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের মোকাবিলা করতে চাই ৷
আটপাড়া-কেন্দুয়ার জনগণকে সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক সঙ্গে আমাদের বিজয় ছিনিয়ে আনবো। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ, সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন ধারা সূচিত হয়েছিল। আলোচনা সভা শেষে জাতির মুক্তিসংগ্রামে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


