নিজস্ব প্রতিবেদক: দেশবিরোধী ষড়যন্ত্র, বিভিন্নস্থানে অগ্নিসংযোগ ও আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দুর্গাপুর পৌর বিএনপি।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হারেজ গণি।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ন-সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এস এম কাইয়ুম, পৌর যুবদলের আহহায়ক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান ও পৌর ও যুবদলের সদস্য সচিব সম্রাট গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহহায়ক মির্জা নজরুল সদস্য সচিব হিমেল ছাত্রদলনেতা আলমগীর হোসেন, নুরুজ্জামান জনিসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশজুড়ে সন্ত্রাস ও নাশকতার রাজনীতি শুাং করেছে। চোরাগুপ্ত ভাবে থাকা ছাত্রলীগ-যুবলীগ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। আগামীকালের কথিত ‘লকডাউনের’ নামে আওয়ামী লীগ আবারও জনগণের উপর নিপীড়ন চালানোর ষড়যন্ত্র করছে, সাধারণ জনগণ কোনোভাবেই সফল হতে দেবে না। দেশের বিভিন্ন এলাকায় দেয়া অগ্নিসংযোগ ও ভাংচুরের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
