গাইবান্ধা: আগামী জাতীয় নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ এমনই বক্তব্য পেশ করেন সফরে আসা ভিপি নুর। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, দেশের ও রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। রোববার (৯ নভেম্বর) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে তরুণ প্রজন্ম দীর্ঘদিন আন্দোলন করেছে, আগামীতে তাদেরই সুযোগ দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের ছাত্র–জনতাকেই সিদ্ধান্ত নিতে হবে। নুর বলেন,তফসিলের আগে গণভোট আয়োজনের বাস্তবতা নেই। আমরা চাই জাতীয় নির্বাচনের সাথেই একই দিনে গণভোট হোক। তবে অবশ্যই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি ও আইনি ভিত্তি দিতে হবে।
উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সুযোগ পেলে গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি বালাসিঘাটে টানেল নির্মাণসহ যোগাযোগ, কৃষি ও অর্থনৈতিক খাতের উন্নয়ন ঘটানো হবে। রংপুর সুগার মিল, পাটকলসহ বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।


