নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী যুবক নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল পিলার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাশেদ পারভেজ (২৫)। তিনি কবরস্থান মোড় কলেজপাড়া এলাকার মহররম আলীর ছেলে।
আহতরা হলেন সোনারায় কাজীরহাট এলাকার বাসিন্দা হামিদুল ইসলামের পুত্র খোকা (২৩) ও সিংদই ইটাখোলা গ্রামের মোতালেব পুত্র মোরসালিন ইসলাম (২৩)। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাশেদ পারভেজ ও তার দুই বন্ধু দারোয়ানী টেক্সটাইল মাঠে ক্রিকেট খেলতে যান। খেলা শেষে তারা তিনজন মিলে একটি মোটরসাইকেলে করে টেক্সটাইল বাজারে নাস্তা খেতে যাচ্ছিলেন। এসময় সৈয়দপুরগামী একটি অজ্ঞাতনামা নাইট কোচ বাস পাকা সড়কে উঠার মুহূর্তে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাশেদ পারভেজকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুরের তারাগঞ্জে পৌঁছানোর আগেই রাশেদ পারভেজের মৃত্যু হয়। অপর দুই আহত খোকা ও মোরসালিন বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পরপরই ঘাতক বাস চালক বাসসহ পালিয়ে যায়। নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
