নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কান্দিউরা ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামে অবস্থিত শিক্ষাবিদ আব্দুর রহমান ভূঁইয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে প্রবেশ করে বহিরাগত পাঁচ-ছয় দুর্বৃত্ত তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করেছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- দশম শ্রেণির শিক্ষার্থী রাহীম (১৬), টুটুল (১৭) ও রিফাত (১৭)। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন শাহেদ মিয়ার ছেলে রাব্বী মিয়া (২২) ও সমসের ছেলে তারিকুল (২০)। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে স্কুল শুরুর আগে রাব্বী, তারিকুল, হিমেল, হৃদয় ও সৌরভ নামে স্থানীয় কয়েকজন বখাটেকে স্কুল প্রাঙ্গণে দেখতে পাই। তাদের চলে যেতে বললেও তারা পাশেই অবস্থান নেয়। কিছুক্ষণ পর তারা মাঠে খেলাধুলা শুরু করতে চাইলে শিক্ষকরা নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। দুপুরে তারা স্কুলের গেটের কাছে রহিম ও টুটুলকে একা পেয়ে রিকশার চেন, ছুরি ও লাঠি দিয়ে হামলা চালায়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবক মহল এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
