ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষকে হারিয়ে বিজয়ী হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষ। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১ নভেম্বর বিভাগটির শিক্ষার্থীদের নিয়ে স্পোর্টস উইক শুরু হয়। প্রথমেই আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে এর যাত্রা শুরু হয়। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৬ টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মঙ্গলবার ২০১৯-২০ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় ২০২১-২২ শিক্ষাবর্ষ এবং রানার্স আপ হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষ।
শুরতে টসে হেরে ব্যাট করতে মাঠে নামে ২০২১-২২ শিক্ষাবর্ষ নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে দলটি। ১২৪ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নামে ২০১৯-২০ শিক্ষাবর্ষ। নির্ধারিত ১২ ওভারের ১০ ওভার পাঁচ বল খেলে অল আউট হয়ে যায় ২০১৯-২০ শিক্ষাবর্ষ। প্রথমবার ফাইনালে উঠেই ৬৩ রানে বিজয় অর্জন করে ২০২১-২২ শিক্ষাবর্ষ।
এদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করে ২০২১-২২ শিক্ষাবর্ষের এহসান এবং ম্যান অব দ্য ফাইনাল একই শিক্ষাবর্ষের সাজেদুল কাওছার। এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট লাভ করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিহাব, ইমার্জিং প্লেয়ার ২০২৪-২৫ শিক্ষার্বষের ইয়ামিন, ইমার্জিং ক্যাপটেন ২০২১-২২ শিক্ষাবর্ষের কামরুজ্জামান কাশিফ, এবং সেরা ক্যাপ্টেন হওয়ার গৌরব অর্জন করেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের সিদওয়ানুল হক সাকিন।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
