নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২৮০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৮৪ হাজার টাকা।
আটককৃত দুজনই জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। তারা হলেন- কেরনখলা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. ফজলু মিয়া (২৬) এবং রামনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ফজলুল হক (২৫)।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে গত সোমবার আনুমানিক রাত ৮টার দিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মউ গ্রামের জানিরগাঁও বাজারস্থ মাছ মহলের সামনের রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় দুজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।
এসআই রাসেল পারভেজ জানান, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
				
				
								