ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে গঠিত পলিটিক্যাল সাইন্স অর্গানাইজেশন ফর ব্যানোভলেন্স (PSOB) এর দ্বিতীয় কংগ্রেস ২০২৫-২৬ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বিভাগের ৩৩০ নং কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল তিনটার দিকে ফলাফল ঘোষণা করা হবে।
এতে বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ২ জন সভাপতি পদে ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দীতা করে। এই নির্বাচনে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষার্থী ভোটার হিসেবে অংশগ্রহণ করে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের শিক্ষক ও কংগ্রেসপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন। নির্বাচন কমিশনার হিসেবে সহকারী অধ্যাপক ওবাইদুল হক, সহযোগী অধ্যাপক শেরিনা খাতুন, সহকারী অধ্যাপক রিপোনুজ্জামান ও সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান দায়িত্বপালন করেন।
নির্বাচনের বিষয়ে বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান জিহাদ বলেন, “প্রায় ২ বছর পর আমাদের PSOB নির্বাচন অনুষ্ঠিত হলো। আজ রাষ্ট্রবিজ্ঞান এক উৎসবমুখর দিন অতিবাহিত করছে। পুরো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এক মিলনমেলায় উপনিত হয়েছে। সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট মধ্যকার ভ্রাতৃত্ব আমরা দেখতে পারছি। আজ পুরো রাষ্ট্রবিজ্ঞান চাচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা তাদের উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করবে।”
প্রধান নির্বাচন কমিশনার ও কংগ্রেসপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন বলেন, “গত কংগ্রেস নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন অনেক উৎসব মুখর হয়েছে। প্রত্যেক ব্যাচ থেকে প্রায় সব শিক্ষার্থী ভোট দিয়েছে। নির্বাচনটি অনেক অংশগ্রহণ মুলক ও প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। প্রতিবছরই এই উৎসবমুখর নির্বাচনি ধারা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, পলিটিকাল সায়েন্স অর্গানাইজেশন ফর ব্যানোভলেন্স (PSOB) ২০২৩ সালের ফ্রেব্রুয়ারিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের কল্যাণে নিজস্ব সংবিধান নিয়ে গঠিত হয়। POSB আর্থিকভাবে অস্বচ্ছল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্য কাজ করে।
				
				
								