নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় পূবালী ব্যাংক পিএলসি.-এর ২৬১তম উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার সাউদপাড়া মোড়ে রজব আলী ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
উদ্বোধন শেষে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের আর্থিক খাতে আস্থা ও ঐতিহ্যের প্রতীক। এই উপশাখা চালুর মাধ্যমে কেন্দুয়ার মানুষ এখন আরও সহজে ব্যাংকিং সেবা পাবেন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি.-এর ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি.-এর নেত্রকোনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।সঞ্চালনায় ছিলেন সিনিয়র অফিসার শহীদুল ইসলাম ভুইয়া।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন কেন্দুয়া উপশাখার ব্যবস্থাপক প্রলয় কুমার গুপ্ত।
এ সময় আরো বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম ওমর ফারুক, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক লাইমুন হাসান ভুইয়া, কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, ব্যাবসায়ী প্রতিনিধি হুমায়ুন খান।
স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক,গনমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
