গাইবান্ধা জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার মোট ১৩ জন শিক্ষার্থী। গত ২৯ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক নবীন স্বাক্ষরিত তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ফিলোসফি বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির চৌধুরী , ইতিহাস বিভাগের জাকির হোসেন জয় , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সৈয়দ মো. ইমতিয়াজ বাধন এবং ইংরেজি বিভাগের হাসান জোবায়ের ওমর হিমেল ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুক্তাদির রহমান মুনিম । এছাড়া সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদমান আহমেদ সাকিব , শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নাইমুর রহমান এবং সহ-যোগাযোগ সম্পাদক আসিফ ইফতেখার । সূত্র জানায়, উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধা থেকে একযোগে ১৩ জন শিক্ষার্থী স্থান পাওয়ায় জেলা ও বিশ্ববিদ্যালয় উভয় পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। নতুন পদপ্রাপ্ত ছাত্রনেতারা জানান, তারা সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে কাজ করবেন।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। গাইবান্ধার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গাইবান্ধার শিক্ষার্থীদের এমন সক্রিয় উপস্থিতি ভবিষ্যতে স্থানীয় রাজনীতিতে নতুন নেতৃত্ব গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।
