নিজস্ব প্রতিবেদক: নদীপথে ট্রলারে করে ভারতীয় কম্বল পাচারের সময় দুইশো পিস কম্বলসহ একজনকে আটক করেছে পুলিশ। নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাম উল্লেখপূর্বক দুইজন এবং অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
শনিবার (১ নভেম্বর) আটককৃত কম্বল পাচারকারীকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে উপজেলার সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে কম্বল এবং ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সোহেল মিয়া (৪৮)। তিনি উপজেলার চৈতাটি এলাকার বাসিন্দা। মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)।
পুলিশ জানায়, সোমেশ্বরী নদী দিয়ে ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করে ভারতীয় কম্বল পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালাতে শুরু করে। এ সময় সোহেল মিয়া পুলিশের জালে ধরা পড়ে। জব্দ করা হয় ইঞ্জিনচালিত নৌকা ও দুইশো পিস ভারতীয় কম্বল। জব্দ হওয়া এসব কম্বলের বাজারমূল্য তিন লাখ ১৫ হাজার টাকা।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কম্বলসহ পাচারকারী চক্রের সদস্যকে আটক করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়৷ আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
