নিজস্ব প্রতিবেদক: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ী সংগঠনগুলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এরআগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা এবং সঞ্চালনায় ছিলেন সমবায়ী নেতা মুহাম্মদ এনামুল হক তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিখা ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, বিআরডিবির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান সবুজ, উপজেলা এনসিপির প্রতিনিধি আবু কাউছার, কলমাকান্দা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লি. সভাপতি মাকসুদুর রহমান বিপ্লব, জনকল্যাণ কৃষি সমবায় সমিতির সভাপতি একেএম শাহজাহান কবীর, এবং উপজেলা আনসার ভিডিপির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায়ী সংগঠনের সভাপতি, সম্পাদক, কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। ঐক্য, পরিশ্রম ও ন্যায়বোধের সমন্বয়ে সমবায়ই পারে দারিদ্র্য দূর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।
আলোচনা অনুষ্ঠানের শেষাংশে সমবায় খাতে বিশেষ অবদান রাখাদের সম্মাননা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, একাত্মতার বার্তা ও সমবায় চেতনার উজ্জ্বল প্রকাশ।

