নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হতে ইয়াবাসহ মো. আনিছ মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময়ে ইয়াবা বিক্রি করার এমন তথ্যে তাকে আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. আনিছ মিয়া কলমাকান্দার চত্রংপুর গ্রামের মৃত ক্বারী আব্দুল হেকিমের ছেলে এবং তিনি কলমাকান্দা সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের ছোট ভাই বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন, নেত্রকোনা জেলা ডিবি’র (পশ্চিম) আরমান আলী। এরআগে গত ২৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপু চন্দ্র ভৌমিক বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা রুজু করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বাদী জানতে পারেন কলমাকান্দার গুতুরা বাজারে অবস্থিত জনৈক সাইদুল ইসলামের মনোহারি দোকানের সামনে বাউশি থেকে কলমাকান্দাগামী পাকার রাস্তার উপর কতিপয় লোক মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বিক্রি করতেছে। পরে রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন লোক পালানোর চেষ্টাকালে বাদী অপু চন্দ্র ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ মো. আনিছ মিয়াকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হন।
এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি (পশ্চিম) আরমান আলী বলেন, ইতোমধ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
