টাঙ্গাইল প্রতিনিধিঃ
আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামকে ধানের শীষের প্রার্থী করার দাবিতে মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।আজ সোমবার দুপুরে নাগরপুর উপজেলার খোরশেদ মার্কেট থেকে বিশাল একটি মিছিল বের করা হয়।
মিছিলটি টাঙ্গাইল আরিচ সরকে হয়ে আবার খোরশেদ মার্কেটে গিয়ে শেষ করা হয়। মিছিলে বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে অবদান রাখা নেতাকেই তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চান। এম এ ছালাম দুঃসময়ে তৃণমুল নেতাকর্মীদের বিপদে পাশে থেকে দলের ঐক্য ধরে রেখেছেন দাবি করেন তারা। স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানান নেতাকর্মীরা।