দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

যশোরঃ চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ শে অক্টোবর) দুপুর ১২ টায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর প্লেস প্রেসক্লাব চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও জেলার প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের জেলার অন্যতম নেতা কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা ও সিপিবি যশোর জেলার সভাপতি মাহবুবুর রহমান মজনু ও বাসর যশোর জেলার অন্যতম নেতা হাচিনুর রহমান প্রমূখ।

উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলার সম্পাদক মন্ডলী সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড নাজিমউদ্দিন, জেলা কমিটির অন্যতম নেতা পলাশ বিশ্বাস, সিপিবি জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান,এডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, আব্দুর রহিম, বাসদ এর জেলা সমন্বয়ক শাহজাহান আলী, উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান, জুলাই গণঅভ্যুত্থানের যশোরের অন্যতম ছাত্র নেতা রাশেদ খান প্রমূখ।

বক্তারা বলেন, সার্বভৌমত্ব বিক্রির আশঙ্কায় বাংলাদেশের শিপিং খাতে এক অদৃশ্য আন্তর্জাতিক নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে, যা ব্যবসার আড়ালে জড়িয়ে পড়েছে রাজনীতি, কূটনীতি ও জাতীয় নিরাপত্তার জটিল প্রশ্নে। এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেড, যা ইসরাইলের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ZIM Integrated Shipping Services Ltd-এর বাংলাদেশের প্রতিনিধি বলে জানা গেছে।

নথি অনুযায়ী, বাংলাদেশের সব আমদানি-রপ্তানি কনটেইনার কার্যক্রম এখন ট্রাইডেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে।অনতিবিলম্বে বাংলাদেশের অন্যতম কৌশলগত স্থাপনা এবং লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের কাছে ইজারা দেওয়া থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় আগামী দিনে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version