দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুই শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোকজকৃত শিক্ষার্থীরা হলেন— জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইবি শাখার সাধারণ সম্পাদক মো. শামীম এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল হোসেন রাহাত। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাদের এ নোটিশ দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

নোটিশে বলা হয়, “গত ২৬ অক্টোবর (২০২৫) এক মিছিল শেষে শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যা বিষয়ে তারা উল্লেখ করেন, ‘হত্যাকারীর বিষয়ে প্রশাসন অবগত থাকার পরেও ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল হবে বলে তাদেরকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’। তাদের এ বক্তব্যে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের এ বক্তবের উৎস ও কারণ আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রক্টরের কার্যালয়ে প্রদান করতে নির্দেশ দেয়া হলো।”

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর সাজিদ হত্যার ১০০তম দিবস উপলক্ষে ‘প্রতীকী কফিন মিছিল’ পরবর্তী সমাবেশে প্রশাসনের বিরুদ্ধে এ অভিযোগ করেন তারা।

এসময় বক্তব্যে মো শামীম বলেন, ‘আমরা জানতে পেরেছি সিআইডি খুনি পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল হবে তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ধরতে দিচ্ছে না।’ একই সমাবেশে পূণরায় এই কথা বলেন ইসমাইল হোসেন রাহাত।

অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ‘আমি পূর্বের বক্তার (শামিম) বক্তব্য কোট করেছি। আমার কাছে সোর্স জানা নাই। সন্দেহভাজনের ব্যাপার থেকে আলাপটা দিয়েছি।’

এদিকে জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখা সেক্রেটারি মো শামীম বলেন, ‘আপনারা অনেকে বিভিন্ন পেইজের পোস্টে গুঞ্জন দেখতে পাচ্ছেন। এমতাবস্থায় হয়তো আমি বলে ফেলেছি যে, ‘আমি জানতে পেরেছি’। এটা আমার স্লিপ অব টাং হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করছি। কেউ যদি আমার বক্তব্য কোট করে তাহলে সেটা দূরদর্শীতার অভাব এবং এটা তার (রাহাত) উচিত হয়নি।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version