স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় এর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ ০৫ টি যানবাহন-২টা গেইটলক বাস, ২টি ট্রাক ও ১টি লেগুনাকে জরিমানা করা হয়। যাদের নম্বর-ঢাকা মেট্রো-ব-১১-৮৮৪৬, সিলেট মেট্রা-ড-১১-০০১৮, ঢাকা মেট্রাে১৫-৬৪৯৭, ঢাকা-মেট্রো-ব-১১-৭৯৬৩ কে পৃথক মামলায় ৪৫০০/-(চার হাজার পাঁচশত ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও ০৭ (সাত) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। এ সময় শব্দদূষণ মানব শরীরের জন্য ক্ষতিকর দিক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে বিতরণ করা হয়। একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয় । জেলা পুলিশের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment
