স্টাফ রিপোর্ট:
সিলেট রেলওয়ে স্টেশন এলাকার রেলের জমি দখল করে নির্মিত ‘৩৬০ আউলিয়া জামে মসজিদ’ উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে মসজিদটি ভেঙে ফেলা হয়। এর আগে মসজিদ কর্তৃপক্ষকে কোরআন শরীফসহ গুরুত্বপূর্ণ সামগ্রী সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছিল।
রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, বাঁশ ও টিনের তৈরি ওই মসজিদটির আর অস্তিত্ব নেই—চারদিকে পড়ে আছে বাঁশের বেড়া ও অন্যান্য সরঞ্জাম। মাটিতে পড়ে থাকা একটি ব্যানারে এখনো লেখা রয়েছে “৩৬০ আউলিয়া জামে মসজিদ”। মসজিদের মোতোয়াল্লি পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেন, এটি সরকারি জমিতে নির্মিত ছিল। প্রশাসন জানিয়েছে অনুমতি ছাড়া স্থাপনা তোলা হয়েছে, তাই এটি ভেঙে ফেলা হয়েছে।
স্থানীয়দের সুবিধার জন্যই মসজিদটি করা হয়েছিল। রোববার বিকেলে নামাজ পড়তে আসা এক পরিবহন শ্রমিক বলেন, আমি নিয়মিত এখানে নামাজ পড়তাম। আজ এসে দেখি-মসজিদটি আর নেই। জানা যায়, গত বছর স্থানীয় কিছু ব্যক্তি রেলের জমি দখল করে মসজিদটি নির্মাণ করেন। বুধবার রাতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময় অতিক্রমের পর শনিবার প্রশাসন মসজিদটি উচ্ছেদ করে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সরকারি জমি দখল করে কেউ মসজিদ নির্মাণ করতে পারে না। রেলওয়ের নির্ধারিত মসজিদ আগেই রয়েছে, তাই নতুন করে আরেকটি মসজিদের প্রয়োজন নেই। তিনি আরও জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি পরিকল্পিতভাবে রেলের জমি দখল করে এই স্থাপনা তুলেছিলেন। এটি সম্পূর্ণ বেআইনি। সরকারি জায়গা দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
