নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রামচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান তাজকিয়া ফেরদৌসী “নতুন কুঁড়ি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা”-এর রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সেরা দশ প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
তাজকিয়া ফেরদৌসী কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। তিনি রামচন্দ্রপুর গ্রামের মো. রফিকুল ইসলাম ও গৃহিণী রেশমা আক্তারের কন্যা। এছাড়া তিনি কেন্দুয়া উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের ভাগিনী।
অল্প বয়সেই গান শেখার প্রতি গভীর অনুরাগ ও অধ্যবসায়ের মাধ্যমে তাজকিয়া নিজের প্রতিভা প্রমাণ করেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গভীরভাবে আনন্দিত ও গর্বিত।
তাজকিয়ার এই অর্জন শুধু তার পরিবারের নয়, বরং সমগ্র কেন্দুয়াবাসীর গর্বের বিষয়। স্থানীয় সাংস্কৃতিক মহল আশা করছে- ভবিষ্যতে তাজকিয়া আরও বড় পরিসরে জাতীয় পর্যায়ে নিজ প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রাখবে।
