নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের আর্থিক সহায়তায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নির্মিত শিবগঞ্জ-দুর্গাপুর কাঠের সেতু থেকে অর্জিত টাকা, বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা করা হয়েছে।
২৬ (অক্টোবর) দুপুরে সেতু কমিটি আয়োজনে ওই চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ৬৫টি প্রতিষ্ঠানে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় সেতু ব্যাবস্থাপনা কমিটির সদস্য মুফতি মাওলানা আব্দুর রব, মাওলানা অলিউল্লাহ্ সাহেব, প্রভাত চন্দ্র সাহা ও মি. পঙ্কজ মারাক এবং উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, আব্দুল মালেক তালুকদার, এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারসহ অন্যান্য নেতাকর্মীগন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা আমাদের কথা রেখেছি। কথা দিয়েছিলাম, কাঠের সেতু থেকে অর্জিত টাকা উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ কররো, আমরা তাই করেছি। এলাকার সাধারণ জনগণের দুঃখ দুর্দশা লাঘবে কাঠের সেতু নির্মান করে বিনামুল্যে পারাপারের ব্যাবস্থা করে দেয়া হয়েছে।এ বছরও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বিএনপি জবাদিহিতামুলক রাজনীতিতে বিশ্বাসী। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো এভাবেই আপনাদের সেবা করে যেতে পারি এই প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্রীয় বিএনপি’র এই নেতা।


