মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাঠালতলী)পরিষদ কার্যালয় সাড়ে ৪ বছর পর ফিরেছে নিজস্ব ভবনে। ২০২১ সালের ২৫শে এপ্রিল ইউনিয়ন পরিষদ ভবনটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি কক্ষসহ ভবন, কার্যালয়ের সকল নথিপত্র, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দীর্ঘ প্রায় সাড়ে ৪ বছর ভাড়া দোকানে কার্যক্রম চালানো হয় ইউনিয়ন পরিষদের। এতে জনপ্রতিনিধি ও ইউনিয়নবাসি নানান ভোগান্তি পোহাতে হয়। প্রায় এক বছর পর জেলা পরিষদের অর্থায়নের নির্মাণ কাজ শুরু হয় নতুন ভবনের। অবশেষে নির্মাণ কাজ শেষ হলে বৃহস্পতিবার দুপুর প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা আহমেদ জাকারিয়ার উপস্থাপনায় নবনির্মিত ভবনের উদ্বোধন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগন আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছেন, সর্বোচ্চ সেবা দিয়ে তাদের এই সম্মানের বদলা ও মর্যাদা দিতে হবে। তিনি ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের অনিবন্ধিত শিশুদের খোঁজে বের করে জন্মনিবন্ধন ও মৃত ব্যক্তিদের মৃত্যু নিবন্ধন করার আহ্বান জানান। তিনি প্রত্যেক ইউপি সদস্যকে মাসে কমপক্ষে ছয়টি করে জন্মনিবন্ধন করানোর জোরালো তাগিদ দিয়েছেন এই কর্মকর্তা।


