মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার এর আয়োজনে জসমতপুর গ্রামে অবস্থিত শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টিত হয়। ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসা হল রুমে এ আয়োজন করা হয়।
শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসার সভাপতি ও ইউপি বুলবুল আহমেদ ওয়াতির এর সভাপতিত্বে হাফেজ সাহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহমদনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দীক জিহাব, ১নং রহিমপুর ইউনিয়ন আল ইসলাহ এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোস্তাকিম আহমেদ, শাহজালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসার সুপার মাওলানা আনাছ আহমদ, ১নং রহিমপুর ইউনিয়ন তালামীযে ইসলামীয়ার সভাপতি রেদওয়ান আহমদ আকছার,২নং পতনঊষার ইউনিয়ন তালামীযে ইসলামীয়ার সহ সভাপতি আনছার আহমদ,জসমতপুর গ্রামের প্রবীন মুরব্বি আয়ুব আলী,পশ্চিম জসমতপুর জামে মসজিদের সভাপতি মো:রইছ মিয়া,৯নং ওয়ার্ড শাখা ১নং রহিমপুর ইউনিয়ন আল ইসলাহ সহ সভাপতি তাওহিদুল ইসলাম, উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক মাও: আব্দুর রকিব,রিয়াদ আহমদ প্রমুখ।এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
