নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (রেজি:নং- ২৫৭৪) এর অন্তর্ভুক্ত দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি মো. সুমন মিয়া মিয়া এবং সাধারণ সম্পাদক নুরুল হক নির্বাচিত হয়েছে।
পৌরশহরের বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় চত্ত¡রে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপুর্নভাবে সকলেই তাদের ভোট করেন। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ২৯৪৯। এরমধ্যে ভোট কাস্টিং হয়েছে ২৮৩১। এ নির্বাচনে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহ সভাপতি পদে দুজন ও দপ্তর সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এর মাঝে ১০টি পদের মাঝে ছয়টি পদের প্রার্থী কার্যকরী সভাপতি- মো. আলিউল আজিম, যুগ্ন-সম্পাদক শ্যামল কর, সহ-সাধারণ সম্পাদক- মো. আলতু মিয়া, সাংগঠনিক সম্পাদক- মো. উজ্জল তালুকদার, প্রচার সম্পাদক- মো. রাসেল মিয়া, কোষাধ্যক্ষ- মো. আল আমীন খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
অন্য চারটি পদের মধ্যে সভাপতি মো. সুমন মিয়া মিয়া, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হক এবং দপ্তর সম্পাদক পদে মো. মজিবুর রহমান সৈকত নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে উপজেলা ও জেলা বিএনপি’র নেতাকর্মীগণ, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, পুলিশ প্রশাসন ব্যাপক ভুমিকা রেখেছেন। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কাজী মো. আরিফুল ইসলাম।


