দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সদ্যনির্মিত ‘জালাল মঞ্চ’ সকল দল, ধর্ম ও জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত ‘জালাল মঞ্চ’- এর মূল উদ্দেশ্য হলো শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, নৈতিকতা, শিল্প ও সাহিত্যের অবাধ চর্চার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দল-মত, জাতি বা ধর্ম নির্বিশেষে উপজেলার সকল নাগরিক ও সংগঠন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষে এই মঞ্চটি ব্যবহার করতে পারবেন।

ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, কেন্দুয়ার মানুষ যেন এই মঞ্চকে শুদ্ধ মনন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহার করেন- এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণবিজ্ঞপ্তিটি উপজেলা ও পৌর প্রশাসক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সংবাদকর্মীদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি উপজেলা কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা জানান, ‘জালাল মঞ্চ’ উন্মুক্ত ঘোষণার মাধ্যমে কেন্দুয়ার সাংস্কৃতিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশা করছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version