নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কেন্দুয়া পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নকশা না মেনে নির্মিত একটি ভবনের অবৈধ অংশ, কোর্ট রোডের মল্লিক ভিলার অবৈধ দেয়ালসহ স্থায়ী ও অস্থায়ী একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ ছাড়া কেন্দুয়া কাঁচা বাজারে পরিবেশ আইনে এক মুরগি ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের ভবিষ্যতে আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযানে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার বলেন, এরআগে অনেককেই লিখিত নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু, তারা অবৈধ স্থাপনা না সরানোয় এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ আইনে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।