নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বধলা উপজেলা হতে ৩৬ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ’সিগরাম রয়েল স্টেজ, ডিলাক্স হুইসকি’ ব্র্যান্ডের ভারতের তৈরি মদ এবং এসব মাদকের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ আট হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. মনু মিয়া নেত্রকোনার দুর্গপুর উপজেলায় দুর্গপুর ইউনিয়নে মাকড়াইল গ্রামের মৃত সরব আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (ডিএসবি ও মিডিয়া) হাফিজুল ইসলাম।
এরআগে ডিবি পুলিশের একটি দল গত বুধবার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পূর্বধলার আতকাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স গিরিপথ ফিলিং স্টেশন এন্ড সেন্টারের সামনে হতে ওই মাদককারিকে মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র আরো জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আদালতে সোপার্দ করা হয়েছে।