সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘এডমিনিস্ট্রেশন রিমেম্বার, শাকসু ইন নভেম্বর’সহ বিভিন্ন স্লোগানে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বহুবার শান্তিপূর্ণভাবে শাকসু নির্বাচনের দাবি জানানো হলেও প্রশাসন শুধু আশ্বাস দিয়েছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এবার আমরা টালবাহানা মানি না। এর আগে, গত ১৯ অক্টোবর শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি।