দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার রাতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা রাজনৈতিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, সেই নির্বাচন অর্থবহ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হোক। এ জন্য এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো দায়িত্ব নিতে হবে।’

সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদের সরানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘এটি নিশ্চিত করার জন্য প্রথমে প্রশাসনের মধ্যে জনগণের আস্থা তৈরি করা প্রয়োজন। বর্তমানে প্রশাসনে এমন কর্মকর্তা রয়েছেন, যারা পুরাতন সরকারের স্বার্থ পূরণ করছেন। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, এসব দলীয় কর্মকর্তাদের অপসারণ করে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্বে আনা হোক। সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত এই প্রক্রিয়া প্রযোজ্য হওয়া উচিত। প্রশাসন থেকেও দোসরদের সরাতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘পুলিশ বাহিনীর নতুন নিয়োগ, বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে সরকার এবং প্রশাসন যেন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থায় সিদ্ধান্ত নেয়, সেটিও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। বিচার বিভাগেও নিরপেক্ষ ও অভিজ্ঞ বিচারকদের দায়িত্ব দেওয়া প্রয়োজন, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জনগণের আস্থা বৃদ্ধি করবে।’

তিনি বলেন, ‘যদি প্রশাসন এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করেন, তাহলে দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের ফলাফলকে গ্রহণ করতে পারে। তাই এখনই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version